প্রতারককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৮ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক কামাল হোসেন রাজধানীর দক্ষিণখান এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত কামাল নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বিভিনঞ্জনের সাথে নানাভাবে প্রতারণা করে আসছিল।

এমন ভুক্তভোগি কয়েকজনের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৪ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টা মোবাইল ফোন। গ্রেফতারকৃত প্রতারক কামালের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাম লা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান।