নয়ামাটি ও দেলপাড়ার রাস্তাটি ড্রেজারের পাইপের কারনে এখন মরণ ফাঁদে পরিণত

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে পাগলা নয়ামাটি ঢাল রাস্তাটি ড্রেজারের পাইপের কারনে মরণ খাদে পরিণত হয়েছে।

শুধু নয়ামাটি নয় দেলপাড়া , জালকুড়ি সহ প্রায় কয়েকটি রাস্তায় এমন মরন ফাঁদ এ পরিণত হয়েছে প্রতিদিন এই রাস্তাটি থেকে কয়েক লক্ষ লোক চলাচল করে।

শাহী মহল্লা, বউবাজার, আদর্শ নগর, রসুলপুর সহ বিভিন্ন এলাকার লোকজন পাগলা যাওয়া আসার পথে এই রাস্তাটি ব্যবহার করে। বুধবার(১৮ নভেম্বর) দুপুর একটার এক দিকে এক যাত্রী পাগলা থেকে বাসায় ফেরার পথে অটো রিস্কাটি ঢাল থেকে নামার সাথে সাথেই ডিএনডির খালে পড়ে যায়।

এলাকাবাসী ছুটে এসে রিস্কা চালক ও যাত্রীদেরকে উদ্ধার করে। এসময় এলাকাবাসী জানান, বেশ কয়েক মাস যাবত এই অবস্থা রাস্তাটির প্রতিনিয়তই হচ্ছে এমন দুর্ঘটনা স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও যেন দেখছে না।

এলাকাবাসীর একটাই দাবি এই রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কার করা হোক আর এই মরণ খাদ থেকে এলাকাবাসী রক্ষা পায় ।