ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে জসিম কে চায় তৃণমূল

কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে পুনরায় হাজী জসিম উদ্দিন কেই চায় তৃণমূল । ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যেমেে এক জড়িপে এমন প্রত্তাসা ব্যক্ত করেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা ও কর্মীরা ।

২০০৪ সালে কাউন্সিলের মাধ্যেমে কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন হাজী জসিম, দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের রাজনীতিতে একটি মামলা , অভিযোগ , জিডিও নেই তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ।

একজন ত্যাগী রাজনীতিবিদ হিসেবেও রয়েছে তার বেশ শুনাম , এছাড়া রাজনীতি করে উরে এসে জুড়ে বসে অনেকেই এখন বাড়ি ,গাড়ির মালিক , কুতুবপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হিসেবে হাজী জসিম থাকেন একটি টিন সেট বাড়িতে , যাতে বৃষ্টি এলে পানিতে তলিয়ে যায় ।

র্এমন দৃষ্য দেখেছেন কুতুবপুরের অনেকেই ,দল ক্ষমতায় না থাকা কালিন দলীয় নেতা কর্মীদের সব সময় খোজ খবর রাখতেন এই নেতা , এখনো সব সময় সকল নেতাকর্মী খোজ খবর রাখেন এই ত্যাগী নেতা।

হাজী জসিমের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের জানান আমি আওয়ামীলীগের রাজনীতি করি বঙ্গবন্ধুকে ভালোবেসে , তার আদর্শ বুকে ধারন করে ।

আমি আমার নেত্রী দেশরত্ন আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত একজন আল্লাহ ওয়ালা দেশ প্রেমিক লোকের দলীয় রাজনীতি করি , আমার প্রান প্রিয় নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান প্রতি আমি কৃতঙ্গ তিনি আমাকে দীর্ঘ দিন এপদে রেখেছেন ।

আমার নেতা কমীরা আমাকে আবারো পুনরায় সভাপতি হিসেবে চায় , আমি তাদের ভালোবাসায় কৃতঙ্গ আমি সকলের কাছে দোয়া চায় জীবনের শেষ নির্সাশ পর্যন্ত আওয়ামীলীগের রাজনীতির সাথে বেচে থাকতে চায় সকলে আমার জন্য দোয়া করবেন ।