তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী তোলারাম কলেজ ছাত্রদল শাখার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সুস্থতা কামনায় নারায়নগঞ্জ সরকারী তারেক রহমানের ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়। রবিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় তোলারাম কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিবের সভাপত্বিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুুল কাউছার আশা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল রানা,সহ- সভাপতি আলতাফ হোসেন ইব্রাহিম,সহ- সভাপতি দর্পন প্রধান,সহ-সম্পাদক ফাহিম চৌধুরী।

এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সদস্য সজিব, ফতুল্লা থানা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী,পিয়াস খন্দকার,আব্দুর রহমান পিয়াল,আবু জাফর,আবিদ হাসান, জাভেদ, অনিক, মাসুম,আহাদ সহ বিভিন্ন ইউনিটের নেতা- কর্মীরা। তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।