সমাজকে আলোকিত করছেন পলাশ

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যই সকল সুখেরমূল,সুস্থ্য শরীর মানে সুস্থ্য সুন্দর একটি মন,সুস্থ্য থাকতে হলে শরীর চর্চা ও খেলাধুলার কোন বিকল্প নেই। সেই খেলাধুলা থেকেই দূরে সরে যাচ্ছে যুব সমাজ।এর একটি মূলকারণ হচ্ছে মাদকের ভয়াবহতা । খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণে মাঠ না থাকাও  একটি  অন্যতম  কারন।

তবে কিশোর,তরুণ,যুবকদেরকে আলোর পথে রাখতে হলে খেলাধুলোর কোন বিকল্প যেমন নেই।ঠিক তেমনি উদ্বুদ্ধ করতে এগিয়ে আসতে হবে সমাজপতিদের । আর যুব সমাজের মাধ্যে আলো ছড়াচ্ছেন।এই কাজটি নিজ দায়িত্বে খুব সুন্দর ভাবে করে আসছেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রী কমিটির  শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ।

 

তার নিজ এলাকা আলীগঞ্জ মাঠে প্রায়ই বিভিন্ন টুর্নামেন্ট এর মাধ্যমে খেলার আয়োজন করে যুব সমাজকে আলোর পথে ধরে রেখেছেন।শুধুমাত্র আলীগঞ্জের যুব সমাজই নয় বিভিন্ন থানা এলাকার যুবসমাজ এখানে খেলায় অংশগ্রহণ করেন।

সাধারন মানুষের খেলা উপভোগ করার জন্য করে দিয়েছেন গ্যালারী,সাধারন মানুষ গ্যালারীতে বসেই খেলা উপভোগ করেন।এভাবেই যুব সমাজের মধ্যে আলো ছড়িয়ে যাচ্ছেন পলাশ।

খেলোয়াড়দের উৎসাহিত করতে নিজেও নেমে যান মাঠে,বিভিন্ন পতিকুলতা পার করে,বহু সংগ্রাম করে যুবসমাজের জন্য এলাকাবাসীকে নিয়ে ধরে রেখেছেন মাঠটিকে।

বিকেল হলেই দেখা যায় বিভিন্ন বয়সের মানুষ এখানে খেলাধুলো করছে,এমন দৃশ্য সত্যিই আমাদের মনে প্রশান্তির জন্মদেয়।খেলাধুলোর মাধ্যমে যুব ও তরুণ সমাজকে অপরাধর্কম থেকে দূরে রাখতে নিজ দায়িত্বে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই শ্রমিক নেতা।

বিভিন্ন সময় খেলোয়ারদের মাঝে বিতরন করেন খেলাধুলার সামগ্রী।নারায়ণগঞ্জ সদর উপজেলায় এই একটি মাত্র মাঠ যা নদীর কোল ঘেষে অবস্থিত।এই মাঠটি ছাড়া সদর উপজেলায় খেলার মাঠের সংকুলন রয়েছে।আলীগঞ্জ মাঠটিকে পুরোপুরি মিনি স্টেডিয়াম এর আদলে তৈরি করেছেন সমাজের সকল শ্রেণীপেশার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই মাঠটিকে।

এ বিষয়ে আলীগঞ্জ ক্লাবে সভাপতি আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে সব চেয়ে ভালো লাগছে এটাই যে আমি সারাদেশ ব্যাপি শেখ রাসেল ক্রিকেট টুর্নামেন্ট, কামরুজ্জামান স্মৃতি টুর্নামেন্ট,ডিসি গোল্ড কাপ টুর্নামেন্ট এবং প্রতিবাদ টুর্নামেন্ট সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করতে পেরেছি।এ মাঠে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জাতীয় খেলোয়ারাও খেলায় অংশ গ্রহন করে থাকেন।মাদকে না বলি শ্লোগানে এলাকার যুবকদেরকে নিয়ে টুর্নামেন্টের অয়োজন করেছি।

এলাকার যুব সমাজ যে সময় বিভিন্ন আড্ডায় থাকতো কার্টুন দেখতো মোবাইল ফোন নিয়ে পরে থাকতো ফেসবুকে ব্যস্ত থাকতো আজ তারা সে সময় মাঠে খেলাধুলা করে এবং মাদক থেকে দূরে রয়েছে।এলাকা ভিত্তিক যে এ পি এল টুর্নামেন্টের আয়োজন করেছি তাতে এলাকার চার শত যুবক অংশ গ্রহন করছে যাদের বয়স ১৬ থেকে ২৫ ।

এলাকায় এই খেলার প্রতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খেলার কারনে এলাকার যুব সমাজ সকল প্রকার বাজে কাছ থেকে বিরত রয়েছে এবং তারা মাঠ মুখি হয়েছে।আমি আশা করব আগামী টুর্নামেন্ট গুলোতে এলাকার আরো যুব অংশ গ্রহন করবে ।

এ বিষয়ে কুতুবপুর ৭ নং ওয়ার্ড ই্উপি সদস্য জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এলাকাবাসীকে নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করে থাকেন আলীগঞ্জ ক্লাব।খেলাধুলার কারনে আজ আমাদের এলাকার যুব সমাজ মাদক থেকে অনেক দূরে রয়েছে।আমরা চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে এলাকার যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে।

এ বিষয়ে আরো জানতে আলীগঞ্জ ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শামীম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আলীগঞ্জ মাঠের খেলাধুলার সম্পন্ন পরিকল্পনা আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ ভাই এর তার একান্ত ইচ্ছা যুব সামজকে মাদক কে না বলে খেলাধুলায় প্রতি আকৃষ্ট হয়ে মাঠ মুখি হয়। কারন আমাদের দেশে মাদক একটি বড় সমস্যা তা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে পলাশ ভাইয়ের প্রচেষ্টায়।প্রতিদিন টিম গঠনের মাধ্যমে মাঠে কোন কোন দলে খেলায় অংশ গ্রহন করছে।