সদর থানা প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ই জুন) বিকালে বিকেএমইএ’র কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার দ্রুত সুস্থতা কামনা করা দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, শামীম এহসান, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা সহ বিকেএমইএ’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ