২২ কেজি গাঁজা সহ ০৩ জন আটক

সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা মোড় ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মেইন রাস্তার উপর হইতে আসামী মোঃ আনোয়ারুল ইসলাম (৩৪), পিতা- মোঃ হোসেন আলী স্থায়ী : গ্রাম- বড় কমলাবাড়ি , থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাট, ২. নুরুল ইসলাম (৫৯), পিতা- মৃত আলী মিয়া স্থায়ী : গ্রাম- আমানগন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা -কুমিল্লা, ৩. মোঃ দুলাল মিয়া (২৯), পিতা- মোঃ আশরাফ আলী স্থায়ী : গ্রাম- পুর্ব দৈলজোর , থানা- আদিতমারী, জেলা -লালমনিরহাটদের নিকট হইতে একটি কাভার্ড ভ্যানের তুলার ভিতর রক্ষিত ২২ কেজি গাঁজা, মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাহারা বিভিন্ন দিন যাবৎ আইন শৃঙ্খলা লোকজনের চোখ ফাকিঁ দিয়ে ব্যাবসা করে যাচেছ। তাহদের নামে বিভিন্ন জেলায় মাদক মামলা সহ অন্যান্য একাধিক মামলা রয়েছে।