ল্যাংড়া মীরু ও আওয়ামীলীগ নেতা ইসহাক এর শেল্টারে বেপোয়ারা স্বাধীন সহ ১১ সদস্যকে গ্রেফতার করেছেন র‍্যাব-১১

ফতুল্লা প্রতিনিধিঃ

কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী মির হোসেন মীরুর ও ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এইচ এম ইসহাক এর শেল্টারে বেপোয়ারা হয়ে উঠা নন্দলালপুর এলাকার মৃত রাজ্জাক ভাঙ্গারীর ছেলে কিশোর গ্যাং লিডার ও ধর্ষন ,মারামারি সহ একাধিক মামলার আসামী স্বাধীন ওরফে টোকাই স্বাধীন সহ এই গ্যাং বাহিনীর বেশ কয়েক জন সদস্যকে দেশীয় অস্ত্র সহ আটক করেছেন র‍্যাব-১১’, ।

নারায়ণগঞ্জ জেলার ভিবিন্ন পত্রিকা ও অনলাইনে ভিবিন্ন সময় নানা অপকর্ম করে আলোচনায় আসেন এই কিশোর গ্যাং বাহিনীর লিডার স্বাধীন ওরফে টোকাই স্বাধীন ,বেশ কয়েক মাস আগে নয়ামাটি ভাবির বাজার এলাকায় প্রকাশ্য দিবা লোকে এলাকায় তান্ডব চালায় এই গ্যাং বাহিনী ,আর এতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয় । তার পর থেকে প্রসাশন নজরে আসেন এই গ্যাং বাহিনীর লিডার স্বাধীন ।

তবে বেশ কয়েকজন নেতার ছত্রছায়ায় বেশ বেপোয়ারা হয়ে উঠেছিলো এই স্বাধীন ,সামাজিক যোগাযোগ মাধ্যেমে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এইচ এম ইসহাকের ও শীর্ষ সন্ত্রাসী ল্যাংড়া মীরু কেক খাইয়ে দিচ্ছেন এই কিশোর গ্যাং লিডার স্বাধীন ওরফে টোকাই স্বাধীন কে ।

এরা র‍্যাব এর হাতে গ্রেফতার হওয়া এলাকাবাসীর মাঝে সস্তি ফিরে এসে বলে অনেকেই মনে করছেন । তবে নাম না বলতে ইচ্ছুক একাধিক লোক জানান এবার এদের শেল্টার দাতাদের আইনে আলতায় আনা হোক , সম্পতি

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে তাদের কে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরী ধারালো অস্ত্র রামদা,চাপাতি,চাকু,সুইচ গিয়ার লোহার পাইপ সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব-১১’র সদস্যরা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা দায়ের সহ বুধবার(১ সেপ্টেম্বর) তাদেরকে থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকার স্বাধীন ওরফে জয়(২৫),নন্দলালপুরে সুজন (২৭), একই এলাকার জোনায়েদ হোসেন(২৭),পাপ্পু মিয়া(২৩),মোঃ রানা(২৮),শাহিন চৌধুরী (২২), নকিবুল ইসলাম অনি(২৫), হাসান(২৫), আরিফুল ইসলাম(২০),ফজলে রাব্বি(২১) ও নাঈম হোসেন নিলয় (২০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১’র একটি দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার নন্দলালপুর মেডিকেল রোডের খালপাড়স্থ দ্বীন ইসলামের দুই তলা বিল্ডিংয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ১১ সদস্য কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এলাকায় সংঘবদ্ধ হয়ে ডাকতির পাশাপাশি চাঁদবাজী,ছিনতাই,অস্ত্রের মহড়া সহ নানা সন্ত্রাসের কর্মকান্ডের জন্ম দিয়ে এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে রেখেছিলো।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার ফতুল্লা থানায় মামলা দায়ের সহ তাদেরকে থানায় সোপর্দ করেছে।