নৌকার মাঝি সেন্টুকে নৌকা প্রতিক হাতে তুলে শুভেচ্ছা জানান অনামিকা হক

নিজস্ব প্রতিবেদক ঃ

আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুতুবপুরের ‍তিন তিন বারের সফল চেয়াম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু আওয়ামীলীগের দলীয় প্রতিক ও নৌকার মাঝি হওয়া তাকে নৌকা প্রতিক দিয়ে শুভেচ্ছা জানান কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়াের্ড এর মহিলা মেম্বার পদ প্রার্থী মোসৎ অনামিকা হক পিয়াংকা ।