সাক্ষাৎকার
দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য পদে রোটারিয়ান আলহাজ্ব মোজাম্মেল হোসেন কে দেখতে চায় এলাকাবাসী ও ছাত্রছাত্রী এবং অভিবাবক ব্ন্দৃ । গত কয়েকদিন যাবৎ ফেসবুক সহ নানা যোগাযোগ মাধ্যেমে দেথা যাচ্ছে এই চাওয়া দাবি গুলো । এবিষয় বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা নূরাগী রোটারীয়ান আলহাজ্ব মোজাম্মেল হোসেন আওয়ার নারায়ণগঞ্জ কে জানান বাবা দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন প্রবীন শিক্ষক ছিলেন তাকে সবাই শিক্ষানূরাগী হিসেবেই চিনেন । বাবা মারা যাওয়ার পরে তারি আদর্শ থেকেই আমরা সব ভাইয়েরা সব সময় চেষ্টা করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে উন্নয়ন মূলক কাজ করার ।এছাড়াও নানা সামাজিক কাজের সাথেও আমি জড়িয়ে আছি ।দেলপাড়া উচ্চ বিদ্যালয় আমার নিজ শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমি নিজেও পড়াশোনা করেছি । তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজেকে জড়িয়ে উন্নয়ন মূলক কাজ করা জন্য সকলের কাছে দোয়া কামনা করছি ।