হঠাৎ কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিত

ফতুল্লা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আজ ।

১৫ই মে বিকেল ৪টায় ভূ্ইগড় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তবে নেতাকর্মীরা উপস্থিত হলেও যথাসময়ে হঠাৎ ফতুল্লা থানা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া অসুস্থ হওয়ায় সম্মেলনটি স্থগিত করা হয় ।

একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় আজ ১৫ই মে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা নেতাকর্মীরাও যথাসময়ে সম্মেলন স্থলে এসে পৌঁছাই তবে হঠাৎ সম্মেলন স্থগিত করা হয় ।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম টিটুর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সম্মেলন স্থগিত করা হয় ।

সম্মেলন স্থলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে যারা ত্যাগী যারা বিগত দিনে রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদেরকে যেন পূর্ণাঙ্গ কমিটি দেওয়া এটাই চেয়ে ছিলাম পা চাটা দালালদের হাতে আমরা আমাদের কুতুবপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি দেখতে চাই না আমরা চাই তাগিদের মূল্যায়ন।