সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুতুবপুরের প্রায় ৪০ টি স্পটে ঘুরে ঘুরে দোয়া ও মিলাদ মাহফিল অংশগ্রহণ করে তবারক বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আহমেদ ।
১৫ ই আগস্ট সকাল থেকে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্পটগুলোতে তিনি এই তবারক বিতরণ করেন
এ সময় নাজিম উদ্দিন আহমেদ বলেন যার জন্ম না হলে এ বাংলাদেশের জন্ম হতো না, যিনি জন্ম না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী আজ ,আজকের এই দিনে তিনি সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই
প্রতি বছরের ন্যায় এ বছরও কুতুবপুরে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনকে ১২৫ বস্তা চাল নিজ অর্থায়নে নেতাকর্মীদের মাঝে দিয়েছি ,মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের জন্য নিজের যান যৌবন বিসর্জন দিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ
এ সময় তিনি আরো বলেন আগামীতে বাংলাদেশের উন্নয়নের রূপকার আমাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ ৪আসনের প্রাণপুরুষ এটিএম শামীম ওসমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করব ইনশাআল্লাহ ।