সিদ্ধিরগঞ্জে একটি পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ফালগুনি আক্তার ঈশা (১৮) নামে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।
আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা চলাকালে বেলা পৌনে ১২ টার দিকে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থী ফালগুনি আক্তার ঈশা গোদনাইল চৌধুরীবাড়ী এনায়েতনগর এলাকার মো.ইসলামের মেয়ে। তিনি কদমতলী এলাকার সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী।
সিলিং ফ্যান খুলে পড়ার কারণ জানতে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে রিং হলেও তিনি সাড়া দেননি।
শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক প্রতিনিধি কবির হোসেন বলেন,পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হওয়ার খবর পেয়ে দ্রুত তাকে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাই। তার গালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর নয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, ফ্যানের পাখার আঘাতে পরীক্ষার্থীর গালের একাংশ কেটে গেছে। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। তার পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। ছাত্রীটি শঙ্কামুক্ত।