মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী দিলেন -ওসি ফতুল্লা

ষ্টাফ রিপোটার ঃ

পাগলা বাজার যানজট নিরাসন কমিটির উদ্দ্যেগে মত বিনিময় সভা অনুষ্ঠীত হয় । আজ ২৬ সেপ্টেম্বর পাগলা কাজী মাকেট সংলগ্ন উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠীত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা নূরে আযম মিয়া বলেন খারাপ মানুষের কোন ঠাই নাই ।

যারা মাদকের সাথে জড়িত তাদের বলতে চাই ,এই ব্যবসা ছেড়ে ভালো হয়ে যান , তা না হলে আপনাদের পরিণিতি ভালে হবে না । যারা যানযট নিরাসনের পোষাকটি পড়বেন .এই পোষাকটির যে দায়িত্ব সে দায়িত্ব ঠিক ভাবে পালন করবেন ।

এখানে এসে অনেকে মুখে শুনলাম ,এই পোষাক পরে অনেকে চাঁদাবাজী করেন ,আপনাদের কাছে মোবাইল আছে না ভিডিও করবেন ,তার পর আপনারাই এদের বিচার করতে পারবেন ,আপনারা না পারলে আমাদের বলবেন আমরা ব্যবস্থা নিব ।

ফতুল্লা মঢেল থানা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে থাকবে ।