কুতুবপুরে গুরু শীর্ষ্যের ভেলকি বাজিতে কোণঠাসা আওয়ামিলীগ বিএনপি

ফতুল্লা প্রতিনিধিঃ

গুরু শীষ্যের ভেলকি বাজিতে আওয়ামী লীগ-বিএনপি’র অনেক নেতারাই ছারতে বসেছে তাদের রাজনীতি, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন একটি বৃহত্তর ইউনিয়ন এই ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি দুইটি দলেরই নেতাকর্মীর সমাগম রয়েছে অনেক।

বৃহত্তর এই দুই দলের কুনদল সৃষ্টি করতে দুই গুরু শিষ্যের আবির্ভাব, একজন ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আল মামুন মিন্টু ভূঁইয়া অন্য জন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

ক্ষোভ প্রকাশ করে নাম না বলতে ইচ্ছুক ভূক্তভুগি অনেক ত্যাগী আওয়ামী লীগ নেতারা জানান আল মামুন মিন্টু ভূইয়া আওয়ামী লীগ নেতা হলেও বিএনপি নেতাদের সাথে আঁতাত করে তিনি ভুইগড়ে প্রবিন আওয়ামী লীগ নেতাদের কোণঠাসায় রাখতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চলেছে।

এ বিষয়ে ভুইগড়ে আওয়ামী লীগ নেতার মিন্টু ভূঁইয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ এ কে এম শামীম ওসমানের কাছেও বলেছেন, তবে এ ব্যাপারে তার বিরুদ্ধে কোন দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি। আর তাই অনেকেই মিন্টু ভূইয়ার কারণে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে ঘরে বসে আছেন।

মিন্টু ভূইয়ার কারণে অনেকেই চায়না আওয়ামী লীগের রাজনীতি করতে। অন্যদিকে মিন্টুর সহচর কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে রয়েছে এরকমেরই অভিযোগ, বিএনপির বেশ কয়েকজন নেতাকে আওয়ামী লীগ নেতার মিন্টুর মাধ্যমে টাকা দিয়ে প্রশাসনের মাধ্যমে বিএনপির অনেক নেতাকেই হয়রানি করায় এই আনোয়ার।

বিএনপি’র দলীয় রাজনীতিতে তেমন কোনো সক্রিয় ব্যক্তি ছিল না আনোয়ার উড়ে এসে জুড়ে বসে কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের পথ ভাগিয়ে নিয়েছেন টাকার মাধ্যমে। আর তাই কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র ত্যাগিদের মূল্যায়ন না করে ভুগিদের কে পদ দিয়েছেন বলেও অনেক বিএনপির নেতাদের অভিযোগ উঠেছিল।

তবে কার আশীর্বাদে এই পদ ভাগিয়ে নিলেন আনোয়ার, সে কথা জানতে কুতুবপুর ইউনিয়নের বিএনপি’র অনেক ত্যাগী নেতারাই জানায় টাকার কাছে কুতুবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদকের পদ বিক্রি হয়েছে। তা না হলে বিএনপির ইউনিয়ন রাজনীতিতে আনোয়ারের কোন নাম ছিলো না, শুধু মাত্র আওয়ামীলীগ নেতা মিন্টু ভূইয়ার আর্শীবাদের লোক হওয়া ইউনিয়ন বিএনপির পদ ভাগিয়ে নিয়েছেন আনোয়ার।

সব মিলিয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও ভূইগড়, মাহমুদপুর আশপাশের আওয়ামীলীগের রাজনীতি নষ্টরের মূল চাবি কাটি এই গুরু মিন্টু ভূইয়া ও শির্ষ আনোয়ার।

????

You sent