ফতুল্লা প্রতিনিধিঃ
সাবেক কুতুবপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্মসহ সাধারণ সম্পাদক বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাস বলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ভূমিদস্যু সন্ত্রাস ও চাঁদাবাজ খ্যাত শ্রী মাখন চন্দ্রন সরকার আমাকে আওয়ামী লীগ বানাতে মরিয়া হয়ে উঠেছেন,আমার মনে হয় এটা তার ব্যর্থ চেষ্টা। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এই শিরোনামে, আমাকে জড়িয়ে সাবেক এমপি শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠজন বানিয়ে ছবি সহ একটি নিউজ প্রকাশ করা হয়েছে,
আমি এই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর সাথে বলতে চাই,আমি মাহমুদপুর কবরস্থান কমিটির সভাপতি, মাহমুদপুর ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সভাপতি, মাহমুদপুর মসজিদ ই নূর এর সভাপতি, বাইতুল আকসা জামে মসজিদের সভাপতি সেই সুবাদে সাবেক এমপি শামীম ওসমান এলাকায় একটি রাস্তার কাজ উদ্বোধন অনুষ্ঠানে আসে সেখানে আমি এতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সামাজিক সংগঠনের সভাপতি হওয়ায় আমাকে সেই অনুষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীরা থাকতে বাধ্য করে। সেই ছবিটি পত্রিকায় দিয়ে ভূমিদস্যু সন্ত্রাসী খ্যাত শ্রী মাখন চন্দ্র সরকার আমার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করায়। প্রকৃতপক্ষে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তারা আমার রাজনৈতিক পরিচয় জানে এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমি প্রায়ই ২৫ থেকে ৩০ টি মামলার আসামি হয়ে পালিয়ে পালিয়ে জীবন যাপন করেছি।
আর এখন কিনা এই ভূমিদস্যু ও সন্ত্রাসী শামীম ওসমানের আস্থাভাজন শ্রী মাখন চন্দ্র সরকার আমাকে আওয়ামী লীগ বানাতে এবং মিথ্যা হামলা মামলা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেই চলেছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে বিএনপি করায় আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা নাম্বার ১৯/ ১২, সিদ্ধিরগঞ্জ থানা মামলা নং ১২/০৫/১৩ইং, ৫ /৫/ ২০১৩ ইং চিটাগাং রোডে হেফাজত ইসলামের ঘটনায় পুলিশ হত্যা মামলা ও বিজিবি হত্যা, ফতুল্লা থানার মামলা নং২৭/৫/১৩ইং,৪২/০৩/১৩ইং,৪৬/০৭/১৩ইং,৯৭/০১/১২ইং,১৮/১১/১২ইং,জেলা ও দায়রা জজ আদালত সেসন নং ২৬১/১০,ফতুল্লা থানা মামলা নং ১৫/০৩/১৫ ইং এই মামলা গুলো আসামী হই। সর্ব শেষ বিএনপির রাজনীতি করার অপরাধে গত ২৩ শে জুলাই ফতুল্লা থানার মামলা নং ৩৮, ২/০৭/২৪ইং এবং ২২/০৭/২৪ ইং তারিখে আমাকে ৪২ নাম্বার এবং আরেকটি মামলায় ১ ১২ নাম্বার আসামী করা হয়।
এত হামলা মামলার শিকার হয়েও স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমানের আস্থাভাজন সন্ত্রাসী ভূমিদস্যু ও চাঁদাবাজ খ্যাত সংখ্যালঘুর পরিচয়ে যে কিনা হিন্দু সম্প্রদায়ের লোকেরাও তার কাছ থেকে রক্ষা পায়নি হামলা মামলার ও নির্যাতনের। সেই মাখন চন্দ্র সরকার আমাকে আওয়ামী লীগ বানানোর ব্যর্থ চেষ্টা করছে, প্রকৃতপক্ষে আমি এবং আমার রাজনৈতিক পরিচয় সেটা আয়নার মতো পরিষ্কার স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলের মামলা হামলা মাধ্যমেই।