ফতুল্লায় কোন সন্ত্রাসী থাকতে পারবে না -ওসি আসলাম

ফতুল্লা মডেল থানার নবগত ওসি আসলাম হোসেন কে ফুলের তরা দিয়ে শুভেচ্ছা জানান কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম । তার সাথে ছিলো সেঞ্চুরী স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান রাজ খান । এসময় ওসি আসলাম হোসেন বলেন আমি সকল মেম্বারদের সহযোগিতা চাই আপনারা আমাকে ভাই ভাববেন আমি আপনাদেরি মতো । সবার সহযোগিতা পেলে আমি আপনাদের কথা দিলাম কোন সন্ত্রাসী কে আমি ফতুল্লায় থাকতে দিবোনা ।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ পালনে আমরা কাজ করে যাচ্ছি । পুলিশ সুপার মহোদয় সন্ত্রাস , মাদক ,চাঁদাবাজ ,ভ’মিদূর্ষ দের বিরুদ্বে জিহাদ ঘোষনা করেছেন ।