ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ের নবীন বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠীত হয় । আজ (২ মে ) বিকেল ৩ টায় পাগলা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠীত হয় । এতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজ্রনার্থ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান । এসময় শামীম ওসমান তার বক্ত্যবে বলেন মাঝে মাঝে আমার খুব লজ্জা লাগে কে যানেন আমি ভালোকে ভালো বলতে পারিনা , অন্যায়ের প্রতিবাদ করতে পারিনা । একটা সময় ছিলো আমি তোমাদের মতো ছিলাম আমি টাকার অভাবে পরিক্ষার ফরম ফ্রিলাব করতে পারি নাই । আমার বাবা আমাদের জন্য একটা টাকাও রেখে যায় নাই । তাকে কি হয়েছে আমরা এক মার গর্ভে দিন ভাই এমপি হয়েছি । আর এর কারন একটাই আমাদেও প্রতি বাবা মায়ের দোয়া ছিলো । বাবা টাকা রেখে যেতে পারে নাই তবে একটা জিনিস শিখিয়েছেন চরিত্র ,আদর্শ ও মা বাবা দোয়া দিয়ে গেছিলো । তোমরা মা বাবা কথা শুনবে তাদেও প্রতি খেয়াল রাখবে । অণ্যান্যার মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহ্ নিজাম ,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী ,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন ,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দি হাওলাদার ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল করিম , এম এ জাহের মোল্লা ,আতিকুল ইসলাম খোকন ,জুয়েল খান সহ আরো অনেকে ।