সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীদের তালিকা ঝুলিয়ে দিলেন ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদে এই তালিকা ঝুলানো হয়। অতিরিক্তি পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী ও ফতুল্লা মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন উপস্থিত থেকে প্রায় সহস্রাধিক পলাতক আসামীর তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন,এসআই আরিফ, এসআই মামুন, ইউপি সচিপ রায়হান ভূইঁয়া, ইউপি সদস্য আলী আকবর, হাসমত আলী, বাসেদ প্রধান প্রমুখ।
এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার(ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও ফতুল্লা মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের টানানো তালিকায় যারা রয়েছে এরা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। তালিকা ভূক্ত এসব আসামীদের কেউ চিনে থাকলে আমাদের খবর দিলেই তাকে গ্রেফতার করা হবে।