বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি কর্তৃক আয়োজিত র‌্যালিকে সফল করার লক্ষ্যে সোনারগাঁ থানা বিএনপি’র কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে অংশগ্রহণ করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নটরডেম কলেজের সামনে এসে জড়ো হয়। পরে ফেস্টুন ব্যানারে সু সজ্জিত হয়ে নেতা কর্মীদের বিশাল শোডাউন করে পার্টি অফিসের সামনে এসে মুল র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ । নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এসময় নেতা কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পল্টনের রাজপথ প্রকম্পিত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সোনারগাঁ থানা বিএনপি নেতা কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাহজাহান মেম্বার, পৌর বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সি, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন, রাসেল রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবসহ বিভিন্ন সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ কয়েক হাজার নেতাকর্মী র‌্যালীতে অংশগ্রহণ করেন।