নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ তাসলিমা হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবূধ তাসলিমা হত্যা মামলায় নিহতের ভাসুর আমীর হোসেনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে ইসলামবাগের মৃত ফালান ব্যাপারীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালাহ উদ্দিন সুইট জানান, আসামি ও তার স্ত্রী বিভিন্ন এনজিও কাছ থেকে ঋণ নিয়ে সে টাকা না দিয়ে পালিয়ে বেড়াতো। এনজিও কর্মকর্তারা তাদের সন্ধান পাওয়ায় ধারণা করে তার ছোট ভাই মনির হোসেনের স্ত্রী তাসলিমা আমীরের সন্ধান দিয়েছে। সেই থেকে পূর্বশক্রার জের ধরে হত্যার পরিকল্পনা ২০১৪ সালের ৩ জুলাই রাতে তাসলিমা সেহরী খাওয়া জন্য উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের স্বামী বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে তার মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।