র‌্যাব-১১ কর্তৃক ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১

১৭/০৯/২০১৯ তারিখ দুপুর ১৩:২০ মিনিটের সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন পশ্চিম হাজীপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ শফিকুল (৩০), পিতা-মোঃ কদম আলী, মাতা-জাহেদা বেগম, সাং-কেদারীপুর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, এ/পি-সালেহ নগর, মসজিদের পার্শ্বে (তাহের মোল্লার বাড়ীর ভাড়াটিয়া), থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৬৩ তারিখ-২৯/০৬/২০১৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ক্রমিক নং-৯(ক)/৩৩ ও ২২(ঘ) বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।