বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সভাপতি পিন্টু বেপারী সম্পাদক সাব্বির সেন্টু

অবশেষে অনুমোদন পেল বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র পূর্ণাঙ্গ কমিটি। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি নিশ্চিত করা হয়।

অনুমোদিত ১৫ সদস্যের ৩ বছর মেয়াদী এই পূর্ণাঙ্গ কমিটিতে পদাধিকার বলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু সাধারণ সম্পাদকসহ মোঃ ওবায়েদউল্লাহ,এড.মাহমুদা আক্তারকে সহ-সভাপতি,মোঃ মোয়াজ্জেম হোসেন,সাইফুল্লাহ মাহমুদ টিটুকে যুগ্ম সম্পাদক,মোঃ আবু জাফরকে কোষাধক্ষ্য এবং বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম. নূরুল আমিন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহী ইফাৎ জাহান মায়া,শেখ তাফসির,রোকসানা আক্তার সামিয়া,মোঃ সেলিম মিয়া,মোঃ ফজলুল করিম,মিতু মোর্শেদ ও রইস মুকুলকে কার্যকরি সদস্য হিসেবে ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য,গতবছরের ২২ডিসেম্বর বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মাহমুদা-ওবায়েদ-সেন্টু প্যাণেল সংখ্যাগরিষ্ঠতা অর্জণ করে কৃতিত্ব দেখায়।