রায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা চাই নারায়ণগঞ্জে যারা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনে যারা আছে না কেন তারা যেন মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে সঠিকভাবে চলতে পারি। ভূমিদস্যুতা, চাঁদাবাজি থেকে শুরু করে খারাপ সবকিছু বাদ দিয়ে দলের জন্য কাজ করতে হবে। দলকে টিকিয়ে রাখতে হবে। প্রধানমন্ত্রী যেভাকে পরিশ্রম করে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে পথেই আমাদের হাঁটতে হবে, অন্যকোন পথে নয়। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটিই রাজনীতি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক জাতীয় হকি তারকা, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, বিকেএমইএ’র সাবেক পরিচালক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত খাজা রহমতউল্লাহ’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ এই স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
মেয়র আইভী আরো বলেন, রাজনীতি মানে এই যে আমি কি পেলাম, আর কি পেলাম না। আমার কি আছে আর কি নাই। আজ একটি বাড়ি আছে তো কাল আরো দুটি বাড়ি থাকতে হবে। রাজনীতি মানেই হলো মানুষের সেবা করা, জনগণের সেবা করা। দল ও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে।
খাজা রহমতউল্লাহ স্মরণে মেয়র আইভী বলেন, খাজা রহমতউল্লাহকে সারা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে চেনে। কিন্তু আমার মনে হয় আমরা নারায়ণগঞ্জবাসীই হয়তো তাকে খুব ভালোভাবে উনাকে চিনতেও পারি নাই, ওইভাবে তাকে মূল্যায়ণও করতে পারি নাই। জেলা আওয়ামী লীগের একটি মিটিংও তিনি থাকতে পারেননি কিন্তু আমরা তাকে সবসময়ই স্মরণ করি। আমরা কেন জানি হীনমন্যতায় ভুগি কিংবা কার্পণ্য করি কেননা এই যে একটি মানুষ চলে গেল যে এতো সমাদৃত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল-মতের উর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের পূর্বপুরুষদের যদি আমরা সম্মান না দেই তাহলে আমাদেরও কেউ সম্মান দেবেনা। আমরা চাই নারায়ণগঞ্জে খাজা রহমতুল্লাহর মতো আরো ব্যক্তি তৈরি হোক।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.নিজাম আলী, সদস্য আব্দুল কাদির ডিলার, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।