কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক পদ প্রার্থী – দ্বীন ইসলাম

আসন্ন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী দ্বীন ইসলাম কে দেখতে চায় তৃণমূল । দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সাথে জড়িত দ্বীন ইসলাম । শুধু তাই নয় মাদক , সন্ত্রাস , চাঁদাবাজীর বিরুদ্ধে যার ভ’মিকা ছিলো আপোষহীন । দীর্ঘ দিন যাবৎ দলীয় নেতা কর্মী ও এলাকাবাসী নিয়ে করে যাচ্ছে নানা ধরনের সামাজিক কাজ সহ উন্নয়ন মূলক কাজ । দলের দূর দিনেও নানা ভাবে হয়রানী ও হয়েছেন দ্বীন ইসলাম । তাই সব মিলিয়ে এভারের কাউন্সিলে দ্বীন ইসলাম কে সাধারন সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূল । এবিষয় দ্বীন ইসলাম বলেন আমি এবার আমার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এপদের জন্য নেমেছি , দীর্ঘ দিন দলের জন্য কাজ করেছি , সন্ত্রাস , মাদক , চাঁদাবাজীর বিরুদ্ধে কাজ করেছি , আমার নেতা এমপি শামীম ওসমানের নির্দেশ ছিলো একটায় মাদক , সন্ত্রাস , চাঁদাবাজ এলাকায় থাকতে পারবেনা । আমি এই বিষয় প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন মামলা হামলা ও হত্যার হুমকি ও পেয়েছি । তার পর ও আমি অন্যায়ের সাথে আপোষ করিনি । কেনো না আমার নেতার নিদের্শ ছিলো । এবার আমি কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পদে লড়তে চাই । কাউন্সিলের মাধ্যেমে আমি এপদে আসবোই ইনশাআল্লাহ ।