ফতুল্লায় ফেসবুকের হিস্টরিতে পোষ্ট দিয়ে কলেজ পড়ুয়া ছাত্র আফ্রিদির আত্নহত্যা

ফেসবুকের হিস্টরিতে পোষ্ট দিয়ে কলেজ পড়ুয়া ছাত্র আব্্রাহাম লিংকন আফ্রিদি (২১) নামের এক যুবকের আত্নহত্যা । আজ (৯ ইফেব্রুয়ারি)বিকেলের কোন এক সময় ফতুল্লা থানাধীন কুতুবপুরের নিশ্চিন্তাপুর এলাকার মৃত বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া , মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভাগ্যপুর গ্রামের ওহিদ ইকবারের ছেলে আফ্রিদি ঘরের আরার সাথে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন । বেশ কিছুক্ষন আশপাশের লোক জন তার সারা না পেয়ে ঘড়ের জানালা দিয়ে দেখতে পায় আফ্রিদিকে ঝুলানো অবস্থায় , পরে আশপাশের লোকেরা ফতুল্লা মডেল থানায় ফোন দিলে এস আই জালাল এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । এসময় আফ্রিদির বন্ধুদের ফেসবুক খুললে দেখা যায় আফ্রিদির ফেসবুক হিস্টরিতে লেখা, (সব শেষ করে দিলাম তুমি আমার কখন হবেনা তাই আজকে নিজেকে শেষ করে দিলাম আমি জানি ওআই এছাড়াও পর পর আরো একটি হিস্টরিতে পোষ্ট দেখা যায় , কারো জন্য অনেক কষ্ট করে বানাইলাম কিন্তু তা দেয়াটা আর হবে না , তুমি খুশি থেকো এটাই আমার শেষ চাওয়া আই লাভ ইউ ফর এবার )লেখার পরপর ই আফ্রিদি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন বলে মনে করেন তার বন্ধুরা । আফ্্িরদি দেলপাড়া হাজি মিছির আলী কলেজের ইন্টার প্রথম বর্ষে ছাত্র , দুই ভাইয়ের মধ্যে আফ্রিদি বড় বলে জানা যায় , আফ্রিদির মা প্রবাসী ।