শামীম ওসমানের শুভ জম্নদিনে কেক কাটেন যুবলীগ নেতা মিঠু

এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমানের ৫৯ তম জম্নদিন উপলক্ষ্যে দিনটিতে কেক কেটে উর্যাপন করেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা ফেরদাউস আলম মিঠু । এসময় মিঠু কয়েকশত নেতা কর্মী নিয়ে তার নিজ কার্যলয় কেক কেটে দিনটি উর্যাপন করেন , মিঠু বলেন আল্লাহ যেমন এমপি শামীম ওসমানকে আশীবাদ শুরুপ আমাদের মাঝে পাঠিয়েছেন , আমরাও আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো এমপি শামীম ওসমানের নেক হায়াত দান করেন আমীন , তিনি আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার ।