করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারনের মাঝে ‘টিম কুইক রিসপন্স ১২’-এর সৌজন্যে মাস্ক বিতরণ করেছেন নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় খানপুর ৩০০ শয্যা হাসাপাতালে (করোনা হাসপাতাল) করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল দিতে আসা সাধারণ জনগণ এবং করোনাকালে হাসপাতালে কর্মরত ফ্রন্টলাইন, নার্স, কর্মকর্তা কর্মচারীসহ রাস্তায় চলাচলরত সাধারণ জনগণের মাঝে এই কর্টন মাস্কগুলো বিতরণ করেন কাউন্সিলর শকু।
শওকত হাসেম শকু বলেন, নাসিক ১২ নং ওয়ার্ডকে করোনা মুক্ত রাখার জন্য আমার টিম পুরো প্রস্তুত। আপনারা যারা রোগী হয়েছেন বা আগামীতে পরীক্ষার মাধ্যমে শনাক্ত হবেন, তাদের জন্য আমার টিম কাজ করে যাচ্ছে। করোনা পজেটিভ যেকোনো রোগী তাদের প্রয়োজন আমাদের ‘টিম কুইক রিসপন্স ১২’ হটলাইনে জানাবেন, চাহিদা পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে খানপুরবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দ করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে। তাদের মতো এমন সকল সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাই। এর পাশাপাশি বিত্তবানদের প্রতি আকুল আবেদন, এই করোনা সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
৮ মার্চ থেকে অদ্যাবধি মহামারি করোনাভাইরাস নিয়ে যখন চিন্তিত সারাবিশ্ব তখন রাত-দিন মানুষের পাশে থেকে জনগণের কল্যাণে এগিয়ে আসেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিজের ওয়ার্ডবাসীকে রক্ষা করতে একের পর এক জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে গঠন করেন ‘টিম কুইক রিসপন্স ১২’।
পরবর্তীতে ‘টিম কুইক রিসপন্স ১২’-এর সদস্যরা কাউন্সিলর শকুর নেতৃত্বে নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্তের পর থেকেই ১২ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় জীবাণুনাশক স্প্রে, হেক্সিসল, মাস্ক ও সাবান বিতরণসহ নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ করে করোনাভাইরাসের কারণে লকডাউনে বাসায় বন্দী নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।