ডাচ পেরিস রেস্টুরেন্ট এর পক্ষ থেকে ঈদ উল আয্হা উপলক্ষে দেশবাসিকে জানাই ঈদ মোবারক ।
ভোজন রসিক মানুষরা খাবারের ভিন্নতা ও নিত্যনতুন স্বাদের অন্বেষণে প্রতিনিয়ত ভিড় জমায় রেস্টুরেন্টে। কখনো কখনো সপরিবারে হাজির হয় তাদের প্রিয় রেস্টুরেন্টে।
উন্নত রান্নার পরিবেশ, বিশুদ্ধ পানি দিয়ে রান্না, স্বাস্থ্যকর খাদ্য উপাদান ও প্রস্তুত প্রণালি, নির্ভেজাল খাবার পরিবেশনার দরুণ এই ডাচ পেরিস রেস্টুরেন্ট । ভেজালবিরোধী অভিযানে যে সময় নামীদামি রেস্টুরেন্টকে খাবারে ভেজাল দেওয়ার কারণে লক্ষ লক্ষ টাকা জরিমানা গুণতে হচ্ছে ঠিক সে সময় ভোজনবিলাসী মানুষদের গুণগত খাদ্যমান সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে প্রশংসা কুড়িয়েছে ডাচ পেরিস রেস্টুরেন্ট।
তাই আর দেরি না করে এখনি চলে আসুন পরিবার প্রিয়জন নিয়ে ।
যোগাযোগের ঠিকানা : 01762470042, 01307541922