স্টাফ রিপোর্টার : রূপগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন মাহমুদুল হাসান। রোববার (৩১ মার্চ) জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ স্বাক্ষরিত এক আদেশে তাকে এই নিয়োগ দেওয়া হয়। তিনি ইতোপূর্বে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন তথ্যটি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের আদেশে রূপগঞ্জের ওসি হিসেবে মাহমুদুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি এই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানুয়ারি মাসে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন মাহমুদুল হাসান। এর আগে তিনি গাজীপুরে কর্মরত ছিলেন।
গত ৫ মার্চ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক আড়াইহাজারে দায়িত্ব পালনের সময় আলামত তসরুপ করায় প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার পরিবর্তে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এসপির আদেশে এখন পূর্ণ ওসির দায়িত্ব পালন করবেন তিনি।