স্টাফ রিপোর্টার : ফতুল্লা থানার ওসি শাহ মঞ্জুর কাদেরকে ঢাকার মালিবাগ এসবিতে বদলী করা হয়েছে। বর্তমানে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেয়া হয়েছে হাসানুজ্জামানকে(ওসি তদন্ত)।
পুলিশের একটি সূত্র জানায়, ওসি মঞ্জুর কাদেরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদেরকে বদলী করার সিদ্ধান্ত নেন পুলিশের উধ্বর্তন কর্মকর্তা।
বিদায়ী ওসি মঞ্জুর কাদের বলেন, নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকে চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে। যখন যে থানার দায়িত্বে ছিলাম সর্বদাই পুলিশের পক্ষ থেকে সাধারন মানুষকে সেবা করেছি আন্তরিকতার সঙ্গে। কতটুকু সফল হতে পেরেছি সেটা একমাত্র মহান আল্লাহপাকই বলতে পারবেন। যেখানে চাকুরী করি নারায়ণগঞ্জের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ থাকবে আজন্ম। কারণ তারা সহযোগিতা না করলে ওসির মত গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করা সম্ভব হতো না। সবশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এর আগে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম)। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) এর কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুরস্কার ঘোষণা করা হয়। ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মঞ্জুর কাদেরকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
এর আগে মঞ্জুর কাদের জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন