করোনা ভাইরাসের বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচার করার আহ্বান-ওবায়দুল কাদের

করোনাভাইরাসের নিয়মিত বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে সিলেট জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি বুলেটিন সপ্তাহে অন্তত দুদিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। না হলে সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কাও থাকে।

এ সময় তিনি আরও বলেন, করোনার সময়ে সরকার জনসমাবেশ বা কোনো ধরনের সমাগম সংক্রমণ রোধের স্বার্থে বন্ধ ঘোষণা করেছে।