একদিন বন্ধের পর দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু

ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে একদিন বন্ধের পর বুধবার সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অশোক কুমার আগরওয়ালার মৃত্যুতে শ্রদ্ধা স্বরূপ গতকাল মঙ্গলবার বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিল ভারতের হিলি এক্সপোটার্স আ্যন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

বুধবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। একইসাথে বন্দরের ভেতরে আমদানিকৃত পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম চালু রয়েছে।