নতুন সিনেমা ‘আশীর্বাদ’এর শুটিং এর জন্য চুক্তি স্বাক্ষর করেছেন – অপু

দীর্ঘ বিরতির পর ঢাকাই সিনেমার ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু নতুন একটি সিনেমা ‘আশীর্বাদ’এর শুটিং এর জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। নতুন এই সিনেমা শুরু করার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন অপু বিশ্বাস।

সোমবার (১৭ আগস্ট) রাত ১২:০৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানান তিনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি প্রযোজনা ও কাহিনী এবং চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার ফেরদৌস। সংলাপের জন্য প্রস্তুত আব্দুল্লাহ জহির বাবু।

তিনি আরও বলেন, ‘লকডাউনের পর ফের কাজে ফিরছি। গতকালই ছবির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আর নতুন ছবির গল্পটি অসাধারণ। আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে। দর্শকরা সবসময় যেভাবে আমার পাশে ছিলেন আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।’

নির্মাতা মানিক বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু করতে পারব। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পীদের পরিচয় করিয়ে দেব।’

অপুকে নায়িকা নির্বাচন করা প্রসঙ্গে জেনিফার বলেন, ‘আমার সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক। মুক্তিযুদ্ধের আগের উত্তাল রাজনীতি এবং মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। এখানে সুবর্ণা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্র। সেই চরিত্রে অপুকেই আমার মানানসই মনে হয়েছে। তাই নায়িকা হিসেবে তাকেই চুক্তিবদ্ধ করলাম। বাকি অভিনয়শিল্পীদের নামও খুব শিগগির ঘোষণা করা হবে।’

সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন,’ ‘আশীর্বাদ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু করা হবে। আর সেটা যদি সম্ভব না হয়, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু করবো।’

উল্লেখ্য, অপু বিশ্বাস সর্বশেষ অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেই ছবির মুক্তি আটকে আছে।