বিএনপি নেতা রসূলের মৃত্যুতে ভাগ্নে ফাহিমের শোক

বিএনপি নেতা রসূলের মৃত্যুতে ভাগ্নে ফাহিমের শোক প্রেস বিঙ্ঘতি এনায়েতনগর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রসূল সর্দার মারা গেছেন। ১৯ (আগষ্ট) বুধবার বিকাল সাড়ে ৪ টায় নিজ বাস ভবনে জীবনের মায়া ছেড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দুই মেয়ে নোহা (১৯) এবং নাওয়ান (১৭) স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বিএনপি নেতা রসূল সর্দারের মৃত্যুতে ভাগ্নে নাইমুর রহমান ফাহিম গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সে সাথে তার মামা রসূল সর্দারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এমনকি জীবিত থাকাকালীন সময়ে যদি মনের অজান্তে কারো সাথে কোন ধরনের খারাপ আচরন কিংবা মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেয়ার জন্য বীনিত অনুরোধ জানিয়েছেন। বিএনপি নেতা রসূল সর্দারকে যেনো মহান আল্লাহতায়ালা জান্নাতুল ফেরদাউস দান করেন এজন্য এলাকাবাসীকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। প্রসঙ্গ, দীর্ঘদিন ধরেই রসূল সর্দার হার্ট এবং কিডনি সমস্যায় ভোগছিলেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত নিজ বাড়ীতেই পরিবারের সকলের সাথে অবস্থান করছিলেন। বুধবার বিকালে শারীরিক অবস্থার অবনতি এবং প্রচুর শ্বাসকষ্ট শুরু হলে বাড়ীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রসূলের মরদেহ আজমতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসায় নামাযের জানাজা শেষে ডালডা গেইট কবরস্থানে পিতার কবরের পাশেই তাকে দাফন করা হয়। বিএনপি নেতা রসূল সর্দার হরিহরপাড়া আমতলা এলাকার মুত মোস্তফা সর্দারের ছেলে।