অপরিচ্ছন্ন খামারে উচ্ছেদে পাগলা নয়ামাটি বাসীর আল্টিমেটাম

নারায়গঞ্জের ফতুল্লায় আবাসিক এলাকায় গড়ে উঠা গরুর খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি এলাকার সাধার মানুষ। ২২ (আগষ্ঠ) শনিবার সকাল সাড়ে ১০টায় ফতুল্লার কুতুবপুর পাগলা নয়মাটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাগলা নয়ামাটি এলাকার আকছার করিম জামে মসজিদের সাধারন সম্পাদক হাজ্বী হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজস সেবক হাজ্বী আবুল কালাম, জেড বি মোস্তফা, ফতুল্লা থানা ইমারত নির্মন শ্রমিক ইউনিয়নের সভাপতি খবির উদ্দীন, নূর উদ্দিন।

মানবন্ধনে স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরু বলেন, হটস্পট খ্যাত দেশব্যাপী পরিচিত আমাদের নারায়গঞ্জ জেলা। এখনো করোনার মহামারী জেলা থেকে সম্পূর্ন নিয়ন্ত্রনে আসেনি। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সাধারন মানুষকে নানা ভাবে সচেতন করে আসছেন। আমাদের কুতুবপুর পাগলা নয়ামাটি এলাকায় এক প্রভাবশালী ব্যাক্তি অর্থের প্রভাবে আবাসিক এলাকার মত গণবসতিপূর্ণ একটি স্থানে গরুর খামার অপরিচ্ছন্ন ভাবে দীর্ঘদীন ধরে চলে আসছে। স্থাপিত গরুর খামারের আশে পাশে থাকা পরিবারগুলো দীর্ঘদীন ধরেই অস্বস্তির মধ্যে বসবাস করে আসছে। এমনকি অপরিচ্ছন্ন গরুর খামারের ময়লাযুক্ত দুগন্ধে পরিবেশ দূষনের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবানু। অসুস্থ হয়ে পড়ছে শিশু বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের সাধারন মানুষ। এ অবস্থায় গরুর খামারের মালিককে একাধিকবার অর্ন্যত্র এ খামার সরিয়ে নেয়ার জন্য বলা হলেও সাধারন এলাকাবাসীর স্বার্থে তা না করে উল্টো বিভিন্নাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আগামি ৭দিনের মধ্যে আবাসিক এলাকা থেকে অপরিচ্ছন্ন খামার সরিয়ে নেয়া না হলে এলাকাবাসী সম্মিলিতাবে এ খামার গুড়িয়ে দেয়াররও ঘোষনা দেয়া হয়। এ ব্যাপারে মীরুর বক্তব্যের সাথে একাগ্রতা জানিয়ে স্থানীয় শত শত নারী পুরুষ সামাজিত এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।