রাজধানীর ধানমন্ডিতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ইয়াসমিন বেগম (৫০) নামে ওই নারী নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে থাকলেও কিডনি ডায়ালাইসিস করতে ঢাকায় এসেছিলেন।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (এসআই) হারুন রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাঝ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ইয়াসমিন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াসমিন বেগমের স্বামী রফিকুল ইসলাম। তারা দুই মেয়ে নিয়ে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামে।
ঘাতক সিএনজিটিকে পুলিশ জব্দ করেছে এবং চালককে আটক করে থানায় পাঠিয়েছে।