আজ (২৭ আগস্ট) নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩২০ জনে। তবে নতুন করে কোন মৃত্যু নেই । এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৩২ জনেই আছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯২ জনের। জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল (২৬ আগস্ট) নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩০০ জনে। তবে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে । এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৩২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৪২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৮৭ জনের। জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।