নারায়ণগঞ্জে কাঁচাপাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আন্তর্জাতিক বাজারে দেশের পাট শিল্পকে রক্ষায় প্রস্তাবিত কর প্রত্যাহারসহ কাঁচাপাট রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। 

সংগঠনটির ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভুঁইয়া জানান, চলতি বছর সরকারি হিসাব অনুযায়ী দেশে ৮৪ লাখ বেল পাট উৎপাদন হলেও সাম্প্রতিক বন্যায় ৫ লাখ বেল পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বিজেএমাত্র দশ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে দেশের বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এরইমধ্যে প্রতি টন কাঁচাপাট রপ্তানির ওপর ৮৫০ ডলার রপ্তানি শুল্ক নির্ধারণ করার জন্য সরকারের কাছে আবেদন করেছে।

এটি দেশের পাট শিল্পের জন্য আত্মঘাতী প্রস্তাব দাবি করে পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানের এই নেতা জানান, তাদের এই প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে পাট শিল্পের জন্য বাজে অবস্থার সৃষ্টি হবে। 

এই নেতা বলেন, বিজেএমসির কাছে গত অর্থবছর উৎপাদিত সাড়ে ছয় লাখ বেল পাট এখনো উদ্বৃত্ত রয়েছে। সে হিসাবে এবার বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার পরও দেশে প্রায় ৭২ লাখ বেল কাঁচা পাট উৎপাদন হবে। অভ্যন্তরীণ শিল্পকারখানায় কারখানায় পাটের প্রয়োজন ৫৫ লাখ বেল পাট। ফলে দেশে উৎপাদিত কাঁচাপাট উদ্বৃত্ত থাকবে ১৭ লাখ বেল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁচাপাট রপ্তানিকারক প্রতিষ্ঠান পপুলার জুট এক্সচেঞ্জের পরিচালক অরুপ কুমার হোর এবং ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের পরিচালক গণেশ কুমার সাহাসহ নারায়ণগঞ্জের কাঁচাপাট রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।