পরীক্ষার ১ মাস আগে ঘোষণা চায় এইচএসসি পরীক্ষার্থীরা

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডবে এইচএসসি পরীক্ষা শুরু করা যায়নি। এদিকে দীর্ঘ বিরতিতে থমকে গেছে লেখাপড়া। তাই পরীক্ষা শুরুর অন্তত একমাস আগে সময় ঘোষণার দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।

এবার সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে এইচএসসি ও সমমান পরীক্ষায়। ভবিষ্যতের স্বপ্ন সংশয়ে সেই ১৪ লাখ পরীক্ষার্থী। বারবার সরকারের এমন গৎবাঁধা বুলিতে নির্বাসনে মনোযোগ। করোনা স্টেশনে থমকে যাওয়া লেখাপড়ার রেলগাড়ি আবার চালু করতে তাই একটু বেশি সময় চান পরীক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা নিয়ে এখনও আগের অবস্থানে সরকার। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু ঠিক হয়নি দিনক্ষণ। গত পয়লা এপ্রিল হওয়ার কথা ছিলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।