বাঁশখালীতে মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় মানববন্ধন হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র ব্যানারে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- উপজেলা সন্তান কমান্ড’র সভাপতি শিমুল রেজা, সাংগঠনিক সম্পাদক লোকমান মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান আবুল কালাম খান, শামীম বিশ্বাস, নাসির হাওলাদার, সোহেল গাজী, রাসেল খান প্রমুখ।
এ সময় বক্তরা সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।