সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মান্নান যা বললেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানা বিএনপি’ ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলটি আজ ৪৩ বছরে পা রাখলো, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সনে বাংলাদেশের মানুষের গনতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। কিন্তু আজ দেশে সেই গনতন্ত্র ও বাক স্বাধীনতা হরন করে একদলীয় শাসন কায়েম করছে বর্তমান আওয়ামীলীগ সরকার। মানুষের আর এখন দিনে লাইনে দাড়িয়ে ভোট দিতে হয়না, রাতেই ভোট হয়ে যায়। দেশের মানুষ আজ হতাশ। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপি সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। তারেক রহমান দেশে ফিরলে গনতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরে পাবে দেশের জনগন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সোনারগাঁ মেঘনা এলাকায় আলোচনা ও দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেন,দেশ যখন বাকশালী একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছিল,ঠিক তখনি আমাদের রাখাল রাজা শহীদ জিয়াউর রহমান গনতন্ত্র ফিরিয়ে আনার জন্যে ১ সেপ্টেম্বর হনগনের দল বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য এখনো সেই স্বৈরশাসন হটিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। তাই আমাদের আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম করে গনতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং যুবসমাজের নয়নমনি তারেক রহমানের নির্দেশনায় সেই লক্ষ্য বাস্তবায়নে কঠোর আন্দোলন-সংগ্রামের জন্যে প্রস্তুত হতে হবে। আজকে আমাদের শপথ হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। যে পর্যন্ত আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা না করবো সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান স্বপন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্দের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক রাসেল রানা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক কামাল হোসেন,আব্দুল আলী, আমির হোসেন, সোনারগাঁ পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুম মোল্লা, সোনারগাঁ পৌর শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহের আলী, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মন্টু, আবু সাঈদ, হান্নান সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইয়ানুছ, হাফেজ অলিউর রহমান, জুবায়ের, সেলিম মিয়া, সুমন মিয়া, আমিনুল ইসলাম, আতাবুর, নোবেলে মীর, আলামিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বরকতউল্লাহ্-, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সামাদ মেম্বার, বৈদ্যর বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সোনারগাঁ থানা যুবদলের নেতৃবৃন্দ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতৃবৃন্দ, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সোনারগাঁ থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ।