নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইব্রাহিম ও শাহজাহান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পাইনাদী নতুন মহল্লা এলাকায় হাবিবুল্লাহ হবুলের মালিকানাধীন কলসী বিল্ডিংয়ের পঞ্চমতলা ভবনের ছাদে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মরদেহটি ছাদে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওই যুবককে আগে কখনও এলাকায় দেখেনি কেউ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দায়িত্বে থাকা ইব্রাহিম ও শাহজাহান নামে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান এসআই কাজল।