জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-বাংলাদেশের উদ্বোধন আগামীকাল মঙ্গলবার।
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জিসিএর সভাপতি ও জাতিসংঘের অষ্টম সেক্রেটারি জেনারেল বান কি মুন।
জিসিএ-বাংলাদেশ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এর ভূমিকা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
প্রেস কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের ব্রিফ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি, জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের রিজিওনাল ডিরেক্টর আহমদ শামীম আল রাজী এ সময় উপস্থিত থাকবেন।