করোনায় মৌলভীবাজারের আওয়ামী লীগ নেতার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনকার আহমদ মারা গেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার এতথ্য জানিয়েছেন।

ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ সেপ্টেম্বর) তিনি মারা যান। নিজ বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আনকার আহমদ জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বিভিন্ন মেয়াদে। ৮০-এর দশকের জেলা ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। পরিবারের সদস্যরা সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের।