নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ীর ছাদে লাশ, আরো একজন গ্রেফতার

বাড়ির ছাদে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বাড়ির প্রধান কেয়ারটেকার শাহজাহান ও ইব্রাহিমকে আটককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) রাসেল ইশতিয়াক।

গত ৫ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার কলসী বিল্ডিংয়ের ৫ তলার ছাদে বাড়ির লোকজন লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই কাজল মজুমদার ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠান।