বাড়ির ছাদে অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বাড়ির প্রধান কেয়ারটেকার শাহজাহান ও ইব্রাহিমকে আটককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) রাসেল ইশতিয়াক।
গত ৫ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার কলসী বিল্ডিংয়ের ৫ তলার ছাদে বাড়ির লোকজন লাশটি পড়ে থাকতে দেখে। পরে থানা পুলিশকে খবর দিলে এসআই কাজল মজুমদার ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠান।