নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজের উদ্দেশ্যে বেরিয়ে শরীফ উদ্দিন (৩৩) নামে এক পোশাক কর্মী নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ২১ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি শরীফ উদ্দিনের।
এ ঘটনায় শরীফ উদ্দিনের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
নিখোঁজের স্ত্রী রত্না বেগম জানান, তার স্বামী শরীফ উদ্দিনসহ পরিবারের সদস্যরা উপজেলার তারাবো পৌরসভার রূপসী মীর বাড়ি এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। শরীফ উদ্দীন স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। গত ১৮ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও শরীফ উদ্দীনকে পাওয়া যায়নি। শরীফ উদ্দিন তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।