নারায়ণগঞ্জের বহুতল ভবনগুলোকে অগ্নিকান্ডের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন স্থানে বহুতল ভবনগুলো পরিদর্শন করে ১২টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। তারপর সেখানে নোটিস টাঙিয়ে দেয়া হয়। পরে আরও দেখা যায়, শহরের চাষাঢ়ায় মার্ক টাওয়ারসহ কয়েকটি বহুতল ভবন পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে ঝুঁকিপূর্ণ লিখিত নোটিস টাঙিয়ে দিয়েছে। এ ছাড়াও ভবনগুলোতে ফায়ার এক্সিটসহ বিভিন্ন বিষয় ঠিকঠাকভাবে রয়েছে কিনা তারও তল্লাশি করেন তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত প্রায় ১২টি বহুতল ভবনকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি এবং ভবনগুলোর বাইরে ঝুঁকিপূর্ণ নোটিস টাঙিয়ে দিয়েছি। শহরের বহুতল ভবনগুলোর অধিকাংশই একটি সিঁড়ি রয়েছে, যেখানে অন্তত দুটি সিঁড়ির প্রয়োজন। ভবনগুলোতে তেমন কোনো অগ্নিনির্বাপণ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই।
ReplyForward
|