ইউএনওর উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ওপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-কমান্ডার ওসমান গনির সভাপতিত্বে অংশ নেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, মুক্তিযোদ্ধা শামসুল হক, সৈয়দ মোস্তফা, ওবায়দুল হক মাস্টার, বাতেন মোল্লা, নুরু মিয়া, মফিজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য আলেয়া আক্তার, সাদিপুর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও ও তার পিতার ওপর হামলার ঘটনাটি চুরির উদ্দেশ্য নয় এটি পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাই জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।