সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি মামলা

সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেট নিয়ন্ত্রনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা পাল্টি ২ টি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে মার্কেটে পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে উভয় গ্রুপের লোকজন। দীর্ঘদিন ধরে মার্কেটটিতে দুপক্ষের দন্ধে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ দোকান মালিকরা।
গত ৮ সেপ্টেম্বর সকালে মিতালী মার্কেটে বহিরাগত সন্ত্রাসীদের হামলা লুটপাটের অভিযোগে ৩ জনের নাম উল্লেখ ও অর্ধশতাধিক অজ্ঞাত আসামি করে দোকান মালিক সমিতির কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক খোকন আহমেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ১ টি মামলাটি করেন। বিতর্কিত জয়নাল আবেদীন ফারুক, ভূয়া আহবায়ক দাবিদার জামান মিয়া ও নব্য আওয়ামীলীগ নাজিম উদ্দিন নাজুসহ অর্ধশতাধিক বহিরাগত সন্ত্রাসী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে মার্কেট দখল করতে হামলা চালায়। এসময় দোকান ও মার্কেট কমিটির অফিস ভাঙচুর করে অন্তত নগদ ১ লাখ ৬০ হাজার টাকা লুটে নেয় বলে বাদীর অভিযোগ।
অপরদিকে দোকান মালিক সমিতির আহবায়ক দাবিদার জামান গ্রুপের পক্ষ থেকে বর্তমান কমিটির ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামি করে একটি পাল্টা মামলা করে। ইমাম হোসেনের ছেলে আহসানকে আসামিরা পিটিয়ে গুরুতর আহত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মার্কেটের দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, জামান গ্রুপের কাউকে ঘটনার দিন মারধর করেনি বর্তমান কমিটির লোকজন। বরং জামান গ্রুপ মার্কেট দখল করতে আসার খবর পেয়ে বর্তমান কমিটির লোকজন ও দোকানদাররা প্রতিহত করতে চাইলে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিত শান্ত করে। আহসান নামে যাকে গুরুতর আহত উল্লেখ করে জামান গ্রুপ মামলা করেছে সেই আহসান এরাকাতে সুস্থ্য ভাবে প্রকাশ্যে চলাফেরা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তাই জামান গ্রুপ মিথ্যা মামলা করে নিজেদের দোষ আড়াল করার কৌশল গ্রহন করেছে বলে মন্তব্য করেন মার্কেটের দোকানদাররা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক দোকানদার ক্ষোভের সাথে জানায়, দোকান মালিক সমিতির নিয়ন্ত্রন নিতে দীর্ঘ দিন ধরেই দুইটি গ্রুপে বিরোধ চলে আসছে। কিছু দিন পরপরই ঘটছে হামলা মারামারির ঘটনা। এতে পাল্টা পাল্টি মামলাও হচ্ছে। হামলা মামলা ও পুলিশের ভয়ে সাধারণ ব্যবসায়ীদের মাঝে সারক্ষণ আতঙ্ক বিরাজ করছে। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। অথচ মার্কেক কর্তৃপক্ষ ভাড়া,বিদ্যুৎ, দারোয়ান ও ঝাড়ুধারদের বিল নিচ্ছে প্রতি মাসে। বেচাকিনা হোক বা না হোক নির্ধারিত বিল নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। তাই দোকানদাররা ক্ষতি থেকে মুক্তি পেতে মার্কেটে শান্তি বজায় থাকার পরিবেশ সৃষ্টি করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
জামান গ্রুপের জয়নাল আবেদীন ফারুকের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার নেতৃত্বাধিন কমিটির মেয়াদ শেষ হয়েছে। তার পরও তারা নির্বাচন না দিয়ে অবৈধ ভাবে মার্কেট নিয়ন্ত্রন করছে। যা সাধারণ সদস্যরা মানতে পারছেনা। তারা প্রতিবাদ করলে তাদের উপর হামলা করা হয়।
কমিটির সভাপতি হাজি ইয়াছিন মিয়া জানান, আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে সত্য। তবে শ্রমআইন ২০০৬ বিধিমালা অনুযায়ী নির্বাচিত নতুন কমিটি দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত দায়িত্ব পালন করা নিয়মবহির্ভূত নয়। বাস্তবতা হলো করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছেনা। তা শ্রমঅধিদপ্তর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরের হস্তক্ষেপে আছে। পরিস্থিতি মেনে না নিয়ে বিগত সময়ে মার্কেটের কোটি কোটি টাকা আত্বসাতকারি জামান চক্র কিছু সদস্যদের উসকানি দিয়ে মার্কেটে হামলা করে পরিস্থিতি গোলাটে করেছে। এ পরিস্থিতির জন্য দোকানদার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাছাড়া সমিতির অফিস খোলতে না পারায় নিত্যদিনের কাজ ব্যহত হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে স্বাভাবিক কাজকর্মের সুবিধার্থে সমিতির অফিস খোলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুল ফারুক জানান, মঙ্গলবারের ঘটনায় মার্কেটে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। হামলা পাল্টা হামলার ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কোন প্রকার অপ্রিতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।